রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দেশে ২৪ ঘন্টায় শনাক্ত ১৫৮০৭, মৃত্যু ১৫

| প্রকাশিতঃ ২৭ জানুয়ারী ২০২২ | ৫:৪০ অপরাহ্ন


ঢাকা : করোনার সবচেয়ে সংক্রমক ধরন অমিক্রনের প্রভাবে দেশে গত দুই সপ্তাহে শনাক্তের সংখ্যা লাফিয়ে বাড়লেও গত দুদিনে কিছুটা কমেছে। এছাড়া গত তিনদিন স্থিতিশীল আছে শনাক্তের হারও।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জনের।

গতকাল বুধবার এই সংখ্যা ছিলো ১৫ হাজার ৫৫৭ জন। মঙ্গলবার ছিলো ১৬ হাজার ৩৩ জন। সোমবার ১৪ হাজার ৮২৮ জন। রবিবার ছিল ১০,৯০৬, শনিবার ৯,৬১৪ এবং শুক্রবার ১১,৪৩৪।

এদিকে গত ২৪ ঘন্টায় কমেছে মৃত্যু সংখ্যাও। বৃহস্পতিবার মারা যান ১৫ জন। বুধবার এই সংখ্যা ছিলো ১৭ এবং মঙ্গলবার মৃত্যু হয় ১৮ জনের।

গত ২৪ ঘন্টায় বেড়েছে করোনা শনাক্তের হার। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ৩১.৯৮। বুধবার ছিলো ৩১.৬৪।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২৮৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ৩৩১।