মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতের পর্যবেক্ষণ

| প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২২ | ৩:৩৮ অপরাহ্ন


কক্সবাজার প্রতিনিধি : সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন আদালত। এটি একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেন আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায়ের এক পর্যবেক্ষণে এসব মন্তব্য করেন।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে রায় পড়া শুরু করেন আদালত। আদালতের কার্যক্রম শুরুর আগেই আলোচিত এই হত্যা মামলার ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে তোলা হয়।

আদালত বলেন, সিনহা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।