
ঢাকা : ৪২তম বিশেষ বিসিএসে নিয়োগ পেয়েছেন ৩ হাজার ৯৫৭ চিকিৎসক। স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) এই নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সুপারিশের পর এই চিকিৎসকদের নিয়োগ দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালে ৪২ তম বিশেষ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ৩ হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগ প্রদান করা হলো।
একইসঙ্গে চলতি মাসের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে মেধা ক্রমানুসারে চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই বিসিএসের মাধ্যমে প্রথমে ২ হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়ার সিদ্ধান্ত হয়।
করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এসময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।