মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ঘরের মাঠে টানা ষষ্ঠ সিরিজ জয় টাইগারদের

| প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২২ | ৭:৪৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৮৮ রানের জয়।

আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল।

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টাইগাররা বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে লিটন দাসের ওয়ানডেতে তৃতীয় শতক আর মুশফিকের ৮৬ রানে বাংলাদেশ যখন ৪ উইকেটে ৩০৬ রান করেছে, তখনই হয়তো জয় নিয়ে শঙ্কা অনেকটা কমে গেছে বাংলাদেশ। আফগানিস্তান ওয়ানডেতে কখনো দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানের বেশি করতে পারেনি, ২৮৮ রান করা ইনিংসেও হারই ছিল তাদের সঙ্গী। এ ম্যাচেও ব্যতিক্রম হলো না।

লিটন-মুশফিকের গড়ে দেওয়া ভিতে বোলাররা সহজেই কাজটা শেষ করে দিয়েছেন। সাতজন বোলারকে বোলিংয়ে এনেছে বাংলাদেশ, এর মধ্যে শেষ দিকে মাহমুদউল্লাহ ও আফিফকে বোলিংয়ে আনা অবশ্য প্রতিদ্বন্দ্বীতার প্রয়োজনে নয়, তাড়াতাড়ি ওভার শেষ করার দরকারে। বাংলাদেশ যে ধীরগতিতে ওভার করে আসছিল শুরু থেকে! সে কারণে শেষদিকে স্পিনারদের দিয়ে দ্রুত ওভার শেষ করার চেষ্টা ছিল তামিমের।

তা যা-ই হোক, শেষ দিকে মাহমুদউল্লাহ ১ ওভার বোলিং করে আর আফিফ ১ বল করেই উইকেটের দেখা পেয়েছেন। উইকেট পেয়েছেন আগের পাঁচ বোলারের সবাইও।

মূলত ৩৪ রানে ৩ উইকেট হারানো আফগানদের হয়ে চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ার পর আফগানিস্তানের দুই অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যান রহমত শাহ (৫২) ও নজিবুল্লাহ জাদরান (৫৪) যখন ১৮ রানের মধ্যে ফিরে গেলেন, ম্যাচটা শেষ হয়ে গেছে সেখানেই!

এরপর আনুষ্ঠানিকতা সারতে, বাকি ৫ উইকেট ফেলতে যে ৭৮ রান খরচ করতে হয়েছে আর ১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে, সেটিই বরং এই ম্যাচের শেষের অতৃপ্তি হতে পারে বাংলাদেশের!