রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডার সভা অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ২৪ মে ২০১৭ | ১০:০৪ পূর্বাহ্ন

ফ্লোরিডা: বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। নর্থ আমেরিকান বাংলাদেশ কনভেনশন সফল করার লক্ষে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করা হয় সভায়।

সম্প্রতি ফ্লোরিডায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দিনাজ খান। সংগঠনের সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদার সঞ্চালনায় সভায় গৃহীত কর্মকাণ্ড তুলে ধরেন কনভেনশন কমিটির সাধারণ সম্পাদক নায়েম খান।

খুব দ্রুত নিউ ইয়র্ক ও ঢাকায় সাংবাদিক সম্মেলন করা হবে বলে আশা প্রকাশ করেন সদস্যরা। ইতোমধ্যে প্রকাশিত পোস্টার ফ্লোরিডায় লাগানোর দিক-নির্দশনা দেওয়া হয় সভায়।

সভায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এম. ফজলুর রহমান ও বাংলাদেশ থেকে আগত একুশে টিভির বার্তা প্রধান ড.অকিল পোদ্দার যোগদান করেন।

রাজনীতিবিদ এম. ফজলুর রহমান ফ্লোরিডার সকল বাঙালিকে ‘বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডা’র সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি সোসাইটির সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এম. ফজলুর রহমান বলেন, যখন আমাদের সন্তানরা মূল আমেরিকার সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ক্ষেত্রে ভালো অবস্থানে আছে, সেখানে আমরা কিছুই করতে পারছিনা।

তিনি বলেন- আমি যখন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ছিলেন, ২৯শে এপ্রিলের প্রলংঙ্করী ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য প্রবাসীদের কাছ থেকে ৫৭ হাজার ডলার সাহায্য সংগ্রহ করেছিলাম।কিন্তু বর্তমানে এসোসিয়েশন ব্যবসা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। তারা বাংলাদেশ তথা বাঙ্গালী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কোন খবর রাখে না।

সাংবাদিক অকিল পোদ্দার প্রবাসী বাঙালি কমিউনিটিকে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য ও প্রবাসে ব্যস্ততার মাঝেও অতিথি পরায়ণতার জন্য ধন্যবাদ জানান।

সংগঠনের সভাপতি দিনাজ খান বলেন, এ সংগঠনের সভাপতি পদে শুধু একবারের জন্য নির্বাচত হতে পারবে। সকলকে সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন দিনাজ খান।