মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চলে গেলেন শেন ওয়ার্ন

| প্রকাশিতঃ ৪ মার্চ ২০২২ | ৯:৪৯ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : অকালে ঝরে পড়ল একটি নক্ষত্র। হার্ট অ্যাটাকের কারণে হুট করেই না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস শুক্রবার রাতে এমন তথ্যই জানিয়েছে।

ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে মারা গেছেন ওয়ার্ন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সেখান থেকে আরও জানা যায় যে, শেন ওয়ার্নকে তাঁর বাংলোয় অবচেতন অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল সর্বোচ্চ চেষ্টা করেও ওয়ার্নকে বাঁচাতে পারেননি। পরিবারের অনুরোধে গোপন রাখা হয় বিষয়টি।

ওয়ার্নের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্নের ম্যানেজমেন্টও। সেখানে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর তাকে বাঁচানোর জন্য মেডিকেল দলের আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

সেখানে আরও যোগ করা হয়েছে, ‘তার পরিবার এই মুহূর্তে একা থাকতে চায়। এ বিষয়ে পরে আরও জানানো হবে।’

এদিকে শুক্রবার মারা গেছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি উইকেটরক্ষক রোড মার্শও। তার মৃত্যুতে টুইট বার্তায় শোক প্রকাশ করেন ওয়ার্ন। লেখেন, ‘রোড মার্শের মৃত্যুতে শোকাহত। তিনি অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি। দেশটির অসংখ্য নারী ও পুরুষ ক্রিকেটারের উৎসাহের নাম ছিলেন মার্শ।’

১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।