মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জব্বারিয়া স্পোর্টিং চ্যাম্পিয়ন

| প্রকাশিতঃ ৫ মার্চ ২০২২ | ১১:৪৮ অপরাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) : পটিয়া পৌর সদরের দক্ষিণঘাটা এলাকায় মুক্তকন্ঠ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম হাসমাতুজ জামান মোহন স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) বিকেলে সাংবাদিক আহমদ উল্লাহর বাড়ি সংলগ্ন দক্ষিণ বিলে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর শফিউল আলম, সাবেক কাউন্সিলর বদরুল খায়ের চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী হারুনুর রশিদ, সমাজসেবক সামশুজ্জামান জামাল, কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম, হেলাল মুহাম্মদ শহীদুর রহমান, ব্যাংকার মারুফ মোরশেদ, রাজীব ও জমির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে মাদকসহ অন্যান্য নেশার জগত থেকে দূরে রাখে। তাই প্রতিবছর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা উচিত।

টুর্নামেন্টে শেখ রাসেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জব্বারিয়া স্পোর্টিং ক্লাব চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল জব্বারিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মুহাম্মদ শামীম ম্যান অব দ্যা ম্যাচ হন। এ টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করে।