মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তিন পার্বত্য জেলার ১৩০ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

| প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২২ | ১২:৩১ পূর্বাহ্ন


বান্দরবান প্রতিনিধি : ঢাকা ও এর আশেপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশের পর এবার তিনটি পার্বত্য জেলার দিকে নজর দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় সপ্তাহের মধ্যে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির ১৩০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

পরিবেশের ক্ষতি ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনের শুনানিকালে সোমবার (১৪ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, ছয় সপ্তাহের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যেই এই জেলাগুলোর অবৈধ ভাটা মালিকদের বিরুদ্ধে মামলা করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুসারে অবৈধ ইটভাটা পরিচালনার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড।

এর আগে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকরা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের মাধ্যমে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রতিবেদন দাখিল করে জানান, এই তিন জেলার বিভিন্ন জায়গায় ১৩০টি অবৈধ ইটভাটা আছে। এর মধ্যে রাঙামাটিতে ২৫টি, খাগড়াছড়িতে ৩৫টি ও বান্দরবানে ৭০টি অবৈধ ইটভাটা চলছে।

সম্প্রতি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের সব অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশ দেন হাইকোর্ট।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্দেশনার আওতায় থাকা ওই পাঁচ জেলায় মোট ৩১৯টি অবৈধ ইটভাটা আছে। যেহেতু হাইকোর্ট বলেছেন, সব ভাঙতে হবে, সুতরাং এই কাজে সর্বশক্তি নিয়োগ করবে পরিবেশ অধিদপ্তর।