কক্সবাজার প্রতিনিধি : ভারতকে উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী ভারতকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।
এর আগে সকাল ১১টায় টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ভারতের টিক্কা ২৮, শচীন ২৪, শিবা কুমার ২৩ ও কৈলাশ ২১ রান সংগ্রহ করে। বাংলাদেশের ভুবেন ২টি, রাসেল ও সাজ্জাদ একটি করে উইকেট সংগ্রহ করে।
জয়ের জন্য ব্যাট করতে নেমে কাজলের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১১ ওভার ১ বলে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। কাজল মাত্র ৩২ বলে ৬২ রান করে আউট হন।
অধিনায়ক ফয়াসাল ২৬ ও জাবেদ ১৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। ভারতের পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন রিতেষ।
ম্যাচ সেরা হয়েছেন হোসাইন কাজল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন জাবেদ ভুঁইয়া।