মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে নিষেধাজ্ঞা

| প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২২ | ৪:২৫ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের হালিশহরে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বুধবার চট্টগ্রামের যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক নুশরাত জাহান এ আদেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আফরোজা আকতার।

তিনি একুশে পত্রিকাকে জানান, মামলায় চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের পক্ষ থেকে আপত্তি দাখিলের পর শুনানি পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এর আগে ২০২১ সালে হালিশহরের ১৬৩.৮৫৫ একর জমিতে স্যুয়ারেজ প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। ওই জমির বিষয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সেসব জমির বেআইনি ব্যবহার, অনুপ্রবেশ ঠেকাতে ২০২০ সালের ২৫ মার্চ চট্টগ্রামের একটি আদালতে খতিয়ান সংশোধন ও নিষেধাজ্ঞার মামলা করেন ভুক্তভোগী জমির মালিক ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী।

এ বিষয়ে তিনি বলেন, ‘আরএস ও পিএস খতিয়ানে জায়গাগুলো আমাদের ও পূর্বপুরুষদের নামে আছে। কিন্তু বিএস খতিয়ানে ভুলবশত জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের নামে রয়েছে; তবে উক্ত সংস্থা আদালতে লিখিত দিয়েছেন জায়গাগুলো তাদের নয়। এসব বিষয় নিষ্পত্তি ও ওয়াসা যাতে কাজ শুরু করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করেছিলাম।’

বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আফরোজা আকতার একুশে পত্রিকাকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম ওয়াসাসহ বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দিয়েছিলেন। এরপর আজ বুধবার স্যুয়ারেজ প্রকল্পের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন।’