রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না’

| প্রকাশিতঃ ৩০ মে ২০১৭ | ৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, শহীদ জিয়া ও জিয়া পরিবারের সাথে চট্টগ্রামের নাড়ি সম্পর্ক। কারণ শহীদ জিয়া চট্টগ্রামের মাটি থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং চট্টগ্রামের মাটিতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

‘তাই জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করবেনা বীর চট্টলার মুক্তিকামী জনতা।’

জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে অবরুদ্ধ গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামিল হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাফরুল ইসলাম চৌধুরী।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরের দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এড. মো. আবু তাহের, বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান, আবুল হোসেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।