চট্টগ্রাম : যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আগামীকাল চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু এর মাঝেই এল দুঃসংবাদ।
করোনা টেস্টে পজিটিভ হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজের নিয়ম অনুসারে সকালেই করোনা পরীক্ষা করেন সাকিব। দুপুরে পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন তিনি।
মাঠের বাইরে চলে যাওয়া বাংলাদেশি অলরাউন্ডার আপাতত আইসোলেশনে থাকবেন। পাঁচ দিনের এ আইসোলেশন পর্ব শেষ হবে আগামী ১৪ মে। পরদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবের করোনা পজিটিভ হওয়া নিয়ে বিসিবি চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘সাকিব আপাতত নিজ বাসায় আইসোলেশনে আছেন।’