চট্টগ্রাম : জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি বলেছেন জাতীয় পার্টি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। সারাদেশে পার্টি ঘুরে দাঁড়াচ্ছে। পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন ও গণমুখী রাজনীতির কারণে দেশবাসী পুনরায় জাতীয় পার্টিকে দেশ পরিচালনায় দেখতে চায়।
তিনি বলেন, সরকার জনগণের মতামত উপেক্ষা করে এক বছরের মধ্যে দ্বিতীয়দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, তাতে নিম্নমধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের লুট হওয়া টাকা ফেরৎ পাওয়ার কোনো নির্দেশনা নেই। মানুষের কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখলে সেখানেও আবগারী ট্যাক্স দিতে হবে এসব কিসের আলামত? তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দ্রব্যমূল্যের লাগামহীনতা নিয়ন্ত্রণ করে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে এরশাদের নেতৃত্বের বিকল্প নেই। তিনি পার্টির নেতাকর্মীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ নিতে অনুরোধ জানান।
তিনি শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে নগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মাহজাবীন মোরশেদ এমপি বলেন, জাতীয় পার্টি সন্ত্রাস-চাঁদাবাজিতে বিশ্বাস করে না। পল্লীবন্ধু এরশাদের আদর্শে জনতার কল্যাণে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে সুসংগঠিত। কারো সাধ্য নেই আমাদের এই ঐক্য বিনষ্ট করার। তিনি বলেন, যে কোনো মূল্যে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বের জনতার সরকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মী ও মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি। তিনি নগরীর ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলন দ্রুত সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এম.পি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা জাপা সভাপতি সামশুল আলম মাস্টার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নজরুল ইসলাম, নগর জাপার সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী, উত্তর জেলা জাপা সাধারণ সম্পাদক শফিক উল আলম চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপার সহ-সভাপতি ওসমান খান, দক্ষিণ জেলা সহ-সভাপতি আমান উল্লাহ আমান, রফিক আহমদ চেয়ারম্যান, হাজী আবু বক্কর, উত্তর জেলার সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, নগর সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, নিজাম উদ্দিন জ্যাকী, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, হাজী শওকত আকবর, মাহমুদুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ কমরুদ্দিন ফোরকান, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, যুব সংহতির সভাপতি এস.এম. সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল বশর সুজন, কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ফারুকুল ইসলাম, সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, সৈনিক পার্টির সদস্য সচিব হাফিজুর রহমান, ছাত্র সমাজের সভাপতি রাশেদুল হক খোকন, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান জিসান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।