মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী রিমান্ডে

| প্রকাশিতঃ ২৫ মে ২০২২ | ৯:৫১ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজারের একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ মে) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার।

আসামিরা হলেন সাইফুদ্দিন খালেদ (৩৫), মো. হুমায়ুন কবির (৫০), রাশেদুল করিম (৩৪), হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮), মোহাম্মদ ইস্রাফিল (৫০), মো. শাহজাহান (৫৮), সাদ্দাম হোসাইন (৩২), হুমায়ন কবির (২৪), ওসমান গনি (২৯), সাইফুল ইসলাম (২৪) ও বেলাল হোসেন (২৯)।

এর আগে গত ১৬ মে রাতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে টেরিবাজার এলাকার আলবায়ান রেস্তোরাঁ থেকে তাদেরসহ জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।

আজকে রিমান্ডে পাওয়া আসামিরা ওই মামলার ৬ থেকে ১৫ নম্বর আসামি

কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার বলেন, মামলার ১ থেকে ৫ নম্বর আসামিকে রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করা হয়। পাশাপাশি মামলার ৬ থেকে ১৫ নম্বর আসামি প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। মুখ্য মহানগর আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।