রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‌’ছাত্র রাজনীতির হারানো গৌরব ফিরিয়ে আনতে ছাত্রসমাজকে সংগঠিত হতে হবে’

| প্রকাশিতঃ ৫ জুন ২০১৭ | ১০:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম : জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবীন মোরশেদ এমপি বলেছেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা জাতি এখনো ভুলেনি। বর্তমান ঘুনেধরা ছাত্র রাজনীতি থেকে ছাত্রসমাজকে বেরিয়ে এসে দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণে কাজ করতে হবে। কারণ আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে জাতীয় ছাত্র সমাজকে পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি জাতীয় ছাত্রসমাজকে চট্টগ্রাম মহানগরের সকল শিক্ষাঙ্গনে ক্যাম্পাস ভিত্তিক সংগঠন গড়ে তুলতে উদাত্ত আহ্বান জানান।

তিনি সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগর ছাত্র সমাজের সভাপতি এস. এম. রাশেদুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান জিসানের পরিচালনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী, সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জেকি, সহ-সাধারণ সম্পাদক নুরুল আজিজ সওদাগর, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ফারুকুল ইসলাম, সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক পিকাস শীল সাগর, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সিকদার, ইপিজেড থানা জাতীয় পার্টির সদস্য সচিব রেয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, নগর ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি একরামুল হক টিটু, ফারুকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী শান্ত, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, কলেজ প্রতিনিধি মোঃ ফয়সাল, ইব্রাহিম মাহিন, বিশ্বজিৎ দাশ, অপুদাশ গুপ্ত, আবু হাসান, আকুল দে, মোঃ জুয়েল, মোঃ রাকিব, মেহেদী হাসান রোমান, ইসমাইল হোসেন, ওমর ছায়েদ, মোঃ তানভির, প্রমুখ।