সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আজ সারাদেশে সিএন্ডএফ ফেডারেশনের কর্মবিরতি

| প্রকাশিতঃ ৭ জুন ২০২২ | ৮:৪২ পূর্বাহ্ন


ঢাকা : কাস্টমস এজেন্টস্ লাইসেন্স বিধিমালা, ২০২০ এর নিবর্তনমূলক কিছু ধারা-উপধারা ছাড়াও বিভিন্ন বিধান বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (৭ জুন) সারাদেশের শুল্ক হাউস ও স্টেশনগুলোত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (৫ জুন) এই ঘোষণা দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সংগঠনের মহাসচিব মো. সুলতান হোসেন খান জানান, গত ৪ জুন রাজধানীর বেইলি রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দাবি সংক্রান্ত বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বিধিমালা-২০২০ এ সিএন্ডএফ ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কিছু বিধি অন্তর্ভুক্ত হওয়ায় নিন্দা জানান। এছাড়া শুল্ক মূল্যায়ন বিধিমালা, ২০২০ যথাযথভাবে বাস্তবায়ন করা, এইচ এস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ ও বিধিবিধান বাতিল করণসহ এইচএস কোড নির্ধারণকে একটি টেকনিক্যাল বিষয় বলে উল্লেখ করেন।

সুলতান হোসেন খান বলেন, অযৌক্তিক কারণে সিএন্ডএফ এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে লাইসেন্সিং বিধিমালা, ২০২০ ও কাস্টমস এ্যাক্ট-১৯৬৯ এর ধারা ২০৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ না করে এবং সিএন্ডএফ এজেন্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানি প্রদানের সুযোগ না দিয়েই এআইএন লক করা বা লাইসেন্স সাময়িক বাতিল করা বা দোষ প্রমাণিত না হলেও জরিমানা আরোপের মতো নিবর্তনমূলক কার্যক্রম বন্ধ করতে হবে। এসব দাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেছি। কিন্তু কেই আমাদের কোনো গুরুত্ব দেয়নি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কাস্টমস্ এজেন্টস্ লাইসেন্স বিধিমালা, ২০২০ সংশোধনের জন্য কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলো হল-

১. লাইসেন্স নবায়ন না করার বিধি ১৫ (৫) (ঘ) বাতিল করা।

২. শিক্ষাগত যোগ্যতা শিথিল ও মোখিক পরীক্ষার গ্রহণপূর্বক বৈধ উত্তরাধিকার অনুকূলে লাইসেন্স হস্তান্তর সুযোগ প্রদান করা।

৩. মূল লাইসেন্স বাতিল হলেও রেফারেন্স লাইন্সেস বাতিল না করা।

৪. শুধুমাত্র সিএন্ডএফ এজেন্টদের জন্য প্রযোজ্য কর পরিশোধ না হলে তার দায় দায়িত্ব বর্তাবে। ফলে অন্য কোনো পক্ষের শুল্ক-কর এজেন্টদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তাই বিধি ২৩(১)(ঞ) অনুসারে লাইসেন্স বাতিল বা অর্থদণ্ড করার বিধান বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অ্যাসোসিয়েশনের সভাপতি শাসছুর রহমান, সহ-সভাপতি শেখ মোখলেছুর রহমান, অর্থ সচিব কে এম আকতার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক খায়রুল বাশার, নির্বাহী সদস্য কবির আহাম্মেদ প্রমুখ।