চট্টগ্রাম: টানা বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির পর চট্টগ্রাম নগরীর পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার লালখান বাজার মতিঝর্ণা, এ কে খান, বায়েজিদ বোস্তামি ও মুরাদপুর এলাকায় উচ্ছেদ অভিযান চলে।
জেলা প্রশাসন সূত্র জানায়, লালখান বাজার ও এ কে খান এলাকায় অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এই অভিযানে শতাধিক পরিবারকে পাহাড় থেকে সরানো হয়েছে। এছাড়া নগরীর বায়েজিদ থানা ও মুরাদপুর এলাকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫৫টি পরিবারকে সরানো হয়েছে; অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামজুড়ে পাহাড় ধসের আশংকা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানে দেড়শ’র বেশী ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়েছে।