শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী নিহত

| প্রকাশিতঃ ১৪ জুন ২০১৭ | ৬:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে জাকির হোসেন রোডের চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন ধর (৩২) নগরীর সাগরিকা বণিক পাড়া এলাকার বাসিন্দা এবং তার একটি স্বর্ণের দোকান রয়েছে।

আকবর শাহ থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, চক্ষু হাসপাতালের সামনে সড়কে মোটর সাইকেল আরোহী রিপন ধরকে পেছন থেকে চাপা দেয় ওষুধ কোম্পানির একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই রিপন মারা যান। পিকআপ ভ্যান ও এর চালককে আটক করেছে পুলিশ।