
ঢাকা : অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধিকে টেকনাফের ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালাগালির ঘটনায় তদন্ত প্রতিবেদন দেখে আদেশ দেবেন আদালত।
সোমবার (২৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এমন কথা বলেন।
আজ এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমি উদ্দিন মানিক বলেন, আমি কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসির) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, গালাগালির ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশের জবাব দিতে তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবকে পুরো বিষয়টি জানানো হয়েছে। বিভাগীয় কমিটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন।
এক পর্যায়ে আদালত বলেন, ঠিক আছে। তাহলে তদন্ত প্রতিবেদন আসুক। প্রতিবেদন দেখে পরবর্তী আদেশ দেব।
গত রোববার (২৪ জুলাই) সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের প্রতিবেদককে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট।