মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

| প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২২ | ৫:০২ অপরাহ্ন


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের লেদায় নারী শিশু গণধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১টার দিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. আব্দুর রহিম জরাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, টেকনাফের হ্নীলার লেদা এলাকার আবদুস সালামের ছেলে নুরুল আলম (পলাতক), জালাল আহমদের ছেলে হেলাল উদ্দীন (পলাতক) ও মুহাম্মদ কলিমের ছেলে মমতাজ মিয়া (পলাতক)। অপর এক আসামি নুর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় হতে অব্যাহতি দেন আদালত। আসামিরা পূর্বে আদালতে হাজির থাকলেও রায় প্রচারের দিন অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৫ এপ্রিল বিকাল ৩ টার দিকে টেকনাফের লেদা এলাকার পাহাড় থেকে ভিকটিম শিশু লাকড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে থামিয়ে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পথচারীরা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করেন। ২০০৩ সালের ১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেন টেকনাফ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি একরামুল হুদা বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে। এ রায়ে প্রমানিত হয় কোন অপরাধী অপরাধ করে পার পায় না। মামলার রায়ে তিনি সন্তুষ্ট।