মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাবুল আক্তারের ভাই ও সমাজসেবা কর্মকর্তাকে হাইকোর্টে তলব

| প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২২ | ৪:৩০ অপরাহ্ন


ঢাকা : মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানের জবানবন্দি নিতে আদালতের আদেশ অমান্য হয়েছে কিনা তা জানতে বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু ও মাগুরার সমাজসেবা কর্মকর্তাকে হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী ৭ আগস্ট তাদের সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ জুলাই) এ বিষয়ে শুনানি করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ৭ জুন চট্টগ্রামে আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার বিচারকাজ বিলম্বিত করা হচ্ছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। মিতুর পরিবারের কি বিচার পাওয়ার অধিকার নেই? এমন প্রশ্ন রাখেন আদালত।

এর আগে ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু।

সে সময় স্ত্রী হত্যার বিচার চেয়ে বাবুল আক্তার নিজেই মামলা করেছিলেন। পরে ওই মামলার তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পিবিআই। এরপর সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। বাবুল আক্তারের বিরুদ্ধে নতুন মামলা করেন তার শ্বশুর মোশাররফ হোসেন।

গত বছরের ১২ মে ওই মামরায় বাবুলকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠান বিচারক।