মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাঁশখালীতে এসে জয় পেল শ্রীলঙ্কার ক্রিকেট দল

| প্রকাশিতঃ ১৬ অগাস্ট ২০২২ | ৮:২৭ পূর্বাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী ক্রিকেট একাডেমির সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলে জয় পেয়েছে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দেশ শ্রীলঙ্কা থেকে আগত ‘ন্যাচারাব ক্রিকেট বিডি’ দল।

সোমবার (১৫ আগস্ট) সকালে বাঁশখালী ক্রিকেট একাডেমির আয়োজনে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুরুতে বাঁশখালী ক্রিকেট একাডেমি টস জিতে শ্রীলঙ্কার ন্যাচারাব ক্রিকেট বিডিকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার ন্যাচারাব ক্রিকেট বিডি। বিডির হয়ে সানি ৬৫ রান, নিমেষ ২০ রান, বিরাজ ৫৪ রান, নয়না ২৬ রান, আয়েষ ১৫ রান, আরফাত ১৯ রান, নিকেট ১২ রান সংগ্রহ করেন।

বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে সোহান ৩টি ও জিন্নাত, তুহিন, প্রীতম একটি করে উইকেট লাভ করেন।

বাঁশখালী ক্রিকেট একাডেমি ২৩৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। ফলে শ্রীলঙ্কা ন্যাচারাব ক্রিকেট বিডি ২৯ রানে জয় লাভ করে।

বাঁশখালীর হয়ে রিয়াদ ৫৪ রান, সানি ৩৭ রান, মাসুদ ৩৮ রান, নয়ন ২৪ রান ও রাকিব ২২ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে বিরাজ ও আরফাত দুটি করে এবং নিমেষ ও ইকবাল একটি করে উইকেট লাভ করে। অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীলঙ্কা টিমের অধিনায়ক বিরাজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ড. আশিষ কুমার শীল। তিনি ম্যাচ সেরা খেলোয়াড় বিরাজের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদসহ দুই টিমের খেলোয়াড়বৃন্দ।