শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৭ | ৭:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের এক সহকারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে এই দুই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. আলাউদ্দিন (২০) নোয়াখালী জেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সীতাকুন্ড পৌর সদরের বারৈয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত চালকের সহকারি আলাউদ্দিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নগরীর টাইগার পাস এলাকায় অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- ফেরদৌস শামীম, তার মা হোসনে আরা, শামীমের স্ত্রী রূপমা, মেয়ে সাইমা (৫) ও ছেলে মেহেদি (২)। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।