শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

৬৩৬ পরিবারকে অনুদান দিলেন মেয়র নাছির

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৭ | ৮:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরীর ৬৩৬ পরিবারের মাঝে ৩১ লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার দুপুরে ১১নং ওয়ার্ড কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ৩৮৩ পরিবার এবং গলাচিপা পাড়ায় ২৬ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২৫৩ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান স্বহস্তে বিতরণ করেন মেয়র।

এ সময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ইতোপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দূর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি মাত্র ৫শত টাকা অনুদান দেয়ার বিধান ছিল, আমি দায়িত্ব গ্রহণ করার পর অনুদানের পরিমান পরিবার প্রতি ২ হাজার টাকায় উন্নিত করেছি। মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদেরও এ ধরনের অনুদান দেয়া হবে।

মেয়র বলেন, ক্ষতিপুরণ দেয়ার ক্ষমতা আমাদের নেই। সহানুভুতির অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনাদের পাশে দাড়িয়েছে। অনুদানের এই সামান্য টাকায় হয়ত ক্ষতিপুরণ হবে না। তবুও সেবার স্বার্থে মানবিক কারণে আপনাদের বিপদের সময় পাশে দাঁড়ানোর এই প্রয়াস।

এ সময় ১১ নং ওয়ার্ড কাউন্সিল মোরশেদ আকতার চৌধুরী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামীলীগ এর ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাবের আহমদ, আওয়ামীযুবলীগ নেতা সুমন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।