
খেলাধুলা ডেস্ক : সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছেন ওপেনার লিটন দাস।
অ্যাডিলেডে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খেলেও কোহলি ও রাহুলের ব্যাটে ভর করে ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন কোহলি। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন তিনটি উইকেট।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটনের ব্যাটে ভালো শুরু করে বাংলাদেশ। চার-ছয়ে দ্রুত রান তুলতে থাকে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। লিটন ৫৯, শান্ত ৭।
ডিএলএস পার স্কোর এখন ৪৯, বাংলাদেশ তাই বেশ খানিকটা এগিয়ে।
এ বিশ্বকাপে প্রথম ৬ ওভারে বাংলাদেশের এটি সর্বোচ্চ স্কোর, এর আগে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উঠেছিল ৪৭ রান করে।