
খেলাধুলা ডেস্ক : জমে উঠেছে বিশ্বকাপের গ্রুপ ‘টু’ এর লড়াই। দিনের প্রথম ম্যাচে ডাচদের কাছে ১৩ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। আর এতেই জন্ম নিয়েছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনার। দিনের দ্বিতীয় ম্যাচে যারাই জিতবে, তারাই পাবে শেষ চারে খেলার সুযোগ।
রোববার দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে সকাল দশটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে হেরে কলিন অ্যাকারম্যান ঝড়ে ১৫৯ রানের লক্ষ্য দেয় ডাচরা। তারপর ১৪৫ রানে থামিয়ে দেয় প্রোটিয়াদের। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে অজেয় থাকা দক্ষিণ আফ্রিকা টানা দুটি হারে ছিটকে গেলো বিশ্বকাপ আসর থেকে।
এই হারে ৫ পয়েন্ট নিয়ে প্রায় ছিটকেই গেলো দক্ষিণ আফ্রিকা। ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। সেমিফাইনালে উঠে গেছেন রোহিত শর্মারা। বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে উঠে যাবে সেমিফাইনালে। দুই দলই সমান ৪ পয়েন্ট করে আছে টেবিলের তিন ও পাঁচে। নেদারল্যান্ডস একই পয়েন্ট নিয়ে আছে তাদের মাঝে।