মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাংলাদেশ আবারও বাজে আম্পায়ারিংয়ের শিকার

| প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২২ | ৩:৩৩ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। বিরাট কোহলির পরিষ্কার ‘ফেক থ্রো’ চোখ এড়িয়ে গেছে আম্পায়ারদের। ওই ফেক থ্রো থেকে পাঁচ রান পেলে ভারতের বিপক্ষে জিতেও যেতে পারতো বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল এমন ম্যাচেও ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। দলের টপ অর্ডার ও সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার এবং অধিনায়ক সাকিব আল হাসানকে ‘ভুয়া’ লেগ বিফোরে সাজঘরে পাঠানো হয়েছে।

মাঠে থাকা আম্পায়ার লেগ বিফোর দেন। তাৎক্ষনিক রিভিউ নেন সাকিব। রিভিউতে দেখা যায় ব্যাট মাটিতে লাগেনি। অথচ রিভিউতে দেখা যাকে স্পাইক। যার অর্থ বল ব্যাটে লেগেছে এবং সাকিব আউট নন। তারপরও তড়িঘড়ি করে সাকিবের আউটের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

বিষয়টি নিয়ে পুনরায় টুইট করেছেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি যেমন ভারত ম্যাচের পরে টুইট করেছিলেন, কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন এবং বাংলাদেশের পাঁচ রান পাওয়া উচিত ছিল। তেমনি পাকিস্তান ম্যাচ নিয়ে বলেছেন, বাংলাদেশে বারবার ভুল আম্পারিংয়ের শিকার হচ্ছে।

টুইটে আকাশ লিখেছেন, ‘সাকিবের ব্যাট কোনভাবেই মাটিতে লাগেনি। ব্যাটের ছায়ার দিকে তাকালেই যা স্পষ্ট হবে। ওদিকে স্পাইক আছে। তার মানে ব্যাট বলে ছাড়া অন্য কোথাও লাগেনি। বাজে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের দিকেই যাচ্ছে।’