মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম ক্লাব বার্ষিক স্নুকার শিরোপা জিতলেন শোভন

| প্রকাশিতঃ ২৫ নভেম্বর ২০২২ | ৮:৪৫ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম ক্লাব লিমিটেডের বার্ষিক স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন শোভন মাহবুব শাহাবুদ্দিন (রাজ)।

শুক্রবার চট্টগ্রাম ক্লাব লিমিটেডের স্নুকার টেবিলে অনুষ্ঠিত ফাইনালে শোভন মাহবুব শাহাবুদ্দিন (রাজ) নুর উদ্দিন জাভেদকে ছয়-তিন ফ্রেমে পরাজিত করেন।

ম্যানেজমন্টে প্রফেশনাল শোভন মাহবুব শাহাবুদ্দিন (রাজ) চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সাবেক ভাইস-চেয়ারম্যান। ১২তম বারের মতো মর্যাদাপূর্ণ চট্টগ্রাম ক্লাব লিমিটেড বার্ষিক স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। বার্ষিক স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে এটি ছিল তার ১৫তম উপস্থিতি।

১২১ বছরের এই ঐতিহ্যবাহী বার্ষিক টুর্নামেন্টের ইতিহাসে, ১৯৪০ এর দশকে একজন ব্রিটিশ সদস্য আটবার শিরোপা জিতেছিলেন। শোভন মাহবুব শাহাবুদ্দিন (রাজ) প্রথমবার এই শিরোপা জিতেছিলেন ১৯৯৮ সালে। তিনি এখন পর্যন্ত এই শিরোপা ১২ বার জিতেছেন; যা একটি উল্লেখযোগ্য রেকর্ড।