শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বায়েজিদ থেকে মিতসুবিশি সেডান গাড়ি আটক

| প্রকাশিতঃ ৭ জুন ২০১৬ | ৩:২৭ অপরাহ্ন

mitsubishi-shogun-suv-2010-front-quarterচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে মিতসুবিশি সেডান নামের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার সকালে গ্রিনভিউ আবাসিক এলাকার একটি ভবনের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এসএম শামীমুর রহমান জানান, কারনেট সুবিধায় মিতসুবিশি সেডান মডেলের কালো রঙের গাড়িটি এনেছিলেন বায়েজিদ এলাকার সৈয়দ আজম উদ্দিন নামের এক ব্যক্তি। তবে কোনো কাগজপত্র না পাওয়ায় গাড়িটি কখন আনা হয়েছিল, তা জানা যায়নি। এই গাড়ির দাম আড়াই থেকে তিন কোটি টাকা। গাড়িটি কাস্টম হেফাজতে রাখা হয়েছে।