রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

এইচএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা

| প্রকাশিতঃ ২৩ জুলাই ২০১৭ | ১১:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় ফেল করার পর অপর্ণা চৌধুরী (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ঘর থেকে অর্পণার ঝুলন্ত লাশ নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপর্ণা চৌধুরী রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার উনসত্তর পাড়ার মৃত দয়াল হরি চৌধুরীর সন্তান। অপর্ণা নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ থেকে ব্যবসায় অনুষদে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। থাকতেন পাঁচলাইশ এলাকার মেডিক্যাল স্টাফ কোয়ার্টার গোয়াছি বাগান এলাকায়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, পরীক্ষায় ফল খারাপ হওয়ার পর থেকে মনমরা ছিলেন অপর্ণা। দুপুরে ভাত খাওয়ার পর বাথরুমে ঢুকেছিল অপর্ণা। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় বাইরে থেকে ডাকাডাকি করেও তার সাড়া পাননি স্বজনরা। এরপর বাথরুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।