শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ৭ জুন ২০১৬ | ৭:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পতেঙ্গা থানার ১৪ নম্বর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ (৩৫), টেকনাফ থানার মৃত জানু মিয়ার দুই ছেলে হোসেন লিটন (৩৮) ও মোঃ তোফায়েল আহমেদ (৩২)।

পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতার দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য নগরীতে আনা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।