রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে ১৬ জনের পর আরও তিনজনের পদত্যাগ

| প্রকাশিতঃ ১৩ মার্চ ২০২৩ | ৯:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন পর্ষদ থেকে ১৬ জনের একযোগে পদত্যাগের পর এবার চারটি পদে আরও তিনজন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একজন সহকারী প্রক্টর, দুই হলের প্রভোস্ট ও একটি দপ্তরের প্রশাসক রয়েছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগকারীরা হলেন- সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব, খালেদা জিয়া হলের প্রভোস্ট ও পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল এবং আতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট সুমন বড়ুয়া।

পদত্যাগপত্রে সাইদুল ইসলাম সোহেল ও সুমন বড়ুয়া ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।