শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে নারীর পাঁচ টুকরা লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ৮ জুন ২০১৬ | ৩:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর পাঁচ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে আনন্দবাজারে ময়লা ফেলার জায়গা (ডাম্পিং স্টেশন) থেকে ৩০ বছর বয়সী নারীটির লাশের টুকরাগুলো উদ্ধার করা হয়।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের আবর্জনা ফেলার একটি জায়গা রয়েছে। সেখানে ময়লাগুলো নড়াচড়া করতে গিয়ে শ্রমিকরা একটি করে হাত, পা, বুকের অংশ, মাথা ও হাঁটুর ওপরের অংশ দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি বলেন, ধারণা করছি, ওই নারীকে হত্যার পর বস্তাবন্দী করে নগরীর কোনো একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেখান থেকে এটি ডাম্পিং স্টেশনে ময়লার সঙ্গে চলে আসে। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।