মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শিক্ষাবিদ মোহম্মদ আফসার আর নেই

| প্রকাশিতঃ ২৭ জুন ২০২৩ | ৮:৫৪ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : চট্টগ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, আমেরিকার ম্যসেচুয়েটস্ টাফ্টস ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রধান এবং সাবেক এমআইটি প্রফেসর ড. মোহম্মদ আফসার আর নেই।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৭ জুন) সকালে আমেরিকার মাসস্ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে প্রফেসর ড. মোহম্মদ আফসারের বয়স হয়েছিল ৭৬ বছর।

২৭ জুন আমেরিকার সময় দুপুর ১ টায় আইএসবিসিসি সেন্টার, ম্যসেচুয়েট্স রক্সবরী মসজিদে নামাজে জানাজা শেষে পশ্চিম রক্সবরী-এর ব্যকার স্ট্রিট গাডেন সিমেট্রিতে তাঁকে দাফন করা হয়।

প্রফেসর ড. মোহম্মদ আফসারের ইন্তেকালে পিএইচপি পরিবার ও ইসলামিক কালচারাল সেন্টার অব মেডপোট গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুম প্রফেসর ড. মোহম্মদ আফসার চট্টগ্রামের মিরসরাইয়ের ডা. আহমেদ সোবহানের সন্তান। তিনি কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন।