চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোয় একটি কমিউনিটি সেন্টার ও দুটি বেসরকারি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বুধবার পাঁচলাইশ আবাসিক এলাকায় পরিচালিত ওই অভিযানে দুটি বেসরকারি স্কুলকে সতর্কও করা হয়েছে।
সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল বলেন, আবাসিক ভবনের অনুমতি নিয়ে পাঁচলাইশ আবাসিক এলাকায় কমিউনিটি সেন্টার, হাসপাতাল ও স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সে কারণে শায়লা স্কয়ার কমিউনিটি সেন্টারকে এক লাখ টাকা এবং নিরাময় ও সেবা হাসপাতালকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি দুটি হাসপাতাল ও দুটি স্কুলকে সতর্ক করে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।