মোর্শেদ নয়ন : যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে কর্ণফুলীকে ডিজিটাল ও তথ্যভিত্তিক আধুনিক মডেল উপজেলায় রূপান্তরে সকলের সহযোগিতা চেয়েছেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী।
চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলাকে ভিক্ষুক ও বাল্যবিবাহ মুক্ত করারও আশাবাদ ব্যক্ত করেন প্রশাসন ক্যাডারের ২৯ তম ব্যাচের এই কর্মকর্তা।
বুধবার বিকেলে জুলধাস্থ কর্ণফুলী উপজেলা পরিষদ (অস্থায়ী) কার্যালয়ে একুশে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেন ইউএনও বিজেন ব্যানার্জী এই প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, ‘নতুন এ উপজেলা গড়তে অবকাঠামো তৈরীসহ সবক্ষেত্রে সবার সহযোগিতা চাই। সেটি পেলে অচিরেই জনগণ সুফল পেতে শুরু করবে।’
কর্ণফুলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ইউএনও বিজেন ব্যানার্জী বলেন, ‘আমি কর্ণফুলীতে যোগদান করার পর থেকে সরেজমিনে বিভিন্ন এলাকার প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে আসছি। ভাঙ্গা চোরা সড়ক মেরামতসহ বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাচ্ছি।’
গত ১৩ আগস্ট কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিজেন ব্যানার্জী। তিনি সদ্য বিদায়ী ইউএনও আহসান উদদিন মুরাদের স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজেন ব্যানার্জী। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা।
এদিকে চলতি বছরের ১৭ এপ্রিল নবগঠিত কর্ণফুলী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করা আহসান উদদিন মুরাদকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বদলী করা হয়েছে।
২০১৬ সালের ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন এ উপজেলার জনসংখ্যা প্রায় তিন লাখ। চলতি বছরের ২৯ এপ্রিল স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলা পরিষদের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন।