সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

একটি লাশের জন্য অপেক্ষা সাদিয়ার

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৭ | ৯:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম: শাহাদাত হোসেন (৩৫) আর আসবে না। এই চরম সত্যটি জানা হয়ে গেছে স্ত্রী সাদিয়া আক্তারের। তার সমস্ত অপেক্ষা এখন শাহাদাতের লাশের জন্য।

২০১৬ সালের ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা শাহাদাত হোসেনকে অপহরণ করে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তিন দিন পর ১৩ জুলাই সাদিয়া বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

চলতি বছরের ১২ এপ্রিল মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শুরু করেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মুহাম্মদ শরীফ। এরপর মামলার এজাহারভুক্ত আসামি মো. রানা, মো. সোহেল, মো. কালু ও মশিউর রহমানকে গ্রেফতার করে সিআইডি।

আসামি রানা গত ২৪ মে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শাহাদাতকে হত্যা করে তাঁরা সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের পাহাড়ে মাটিচাপা দিয়েছেন। এরপর সিআইডি একাধিকবার ওই পাহাড়ে সন্ধান চালালেও শাহাদাতের লাশ পায়নি।

সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মুহাম্মদ শরীফ বলেন, পাহাড় দখল ও আধিপত্য বিস্তার নিয়েই এই খুনের ঘটনা ঘটেছে। ছলিমপুরের পাহাড়ে তন্ন তন্ন করে শাহাদাতের লাশ খোঁজা হয়েছে। পাওয়া যায়নি। ছলিমপুরের বিশাল পাহাড়ি এলাকায় আসামিরা ঘটনার পর বারবার লাশের স্থান পরিবর্তন করেছেন। এ জন্য লাশটি পাওয়া যাচ্ছে না।

সন্তানদের বাবার কবরটা দেখাতে পারলেও সান্ত্বনা পেতেন চার সন্তানের জননী সাদিয়া। তিনি বলেন, স্বামীর লাশের অপেক্ষায় আছি। লাশের বদলে অন্তত এক টুকরো হাড় পেলেও কবর দিতাম। সন্তানদের বাবার কবর দেখাতে পারতাম।