সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে নর্দমা থেকে যুবকের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৭ | ৬:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে নর্দমা থেকে মোহাম্মদ আহসান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ব্যাংক কলোনির সামনের নর্দমা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

আহসান নগরীর বন্দর থানাধীন গোসাইলডেঙ্গা এলাকার মোহাম্মদ আলমের ছেলে। তার বাবার একটি গ্রিল ওয়ার্কশপ আছে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দীন সেলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে আহসানের পরিচয় নিশ্চিত হওয়ার পর জানতে পারি তার মৃগী রোগ ছিল। শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি সে। তার দেহে আঘাতের কোন চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।