চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ তালিকাভুক্ত এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আকরামুল হোসেন।
গ্রেফতার মো. বাহাদুর হোসেন (৩৫) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ডের মৃত জেল হোসেনের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ফরিদ হত্যা মামলার আসামি।
অভিযানে নেতৃত্ব দেয়া মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই তাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক বিক্রেতা বাহাদুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’