চট্টগ্রাম: বঙ্গবন্ধুর সঙ্গে বিএনপি নেতার তুলনা করে পরীক্ষার প্রশ্নপত্র তৈরীর অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি ১৩ শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতারা এ দাবি জানান।
বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা সুনীল চক্রবর্তী বলেন, বাঁশখালীর গন্ডামারার ঘটনা নিয়ে স্থানীয়ভাবে পক্ষ-বিপক্ষ ছিল। স্থানীয় ঘটনার রেশ হিসেবে এটা হয়েছে। সামান্য ঘটনায় সংগঠনের এতজন নেতা যারা ব্যক্তিগতভাবে সকলেই আওয়ামী লীগ ও প্রগতিশীল সংগঠনের সাথে জড়িত তারা জেলে গেলেন। প্রশ্নপত্র প্রণয়নকারী নিজে নিজে সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে বিপদে পড়েছেন। তিনি পরে স্বীকার করেছেন অনিচ্ছাকৃত ভুল। আমরাও মনে করি এটা অনিচ্ছাকৃত।
সমিতির কর্মসূচির অংশ হিসেবে রোববার ছয় উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে সমাবেশের ঘোষণা দেয়া হয়।
সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী বলেন, প্রশ্নকারী শিক্ষক ও সমিতির নেতারা হাতজোড় করে ক্ষমা চাওয়ার পরও প্রভাবশালী মহলের প্ররোচনায় উদ্দেশ্যমূলকভাবে ১৩ শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে ওই মামলা প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি। ঈদের আগে তাদের জামিনে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে ঈদের পর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, বাকবিশিস চট্টগ্রাম বিভাগের সভাপতি উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল মনসুর হাবিব, বাশিস চট্টগ্রাম মহানগরের সভাপতি রণজিৎ নাথ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ওসমান গণি ও যুগ্ম সম্পাদক শিমুল মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত বছরের ১৭ জুলাই নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রের ৪ নম্বর প্রশ্নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীকে জাতির জনকের সঙ্গে তুলনা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এ মামলায় গত ১১ জুলাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন ১৩ শিক্ষক। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ২৩ আগস্ট তারা বাঁশখালী আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন নাকচ হয়।