সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম আদালতে পাঁচ বিচারক আসছেন, যাচ্ছেন পাঁচজন

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৭ | ৭:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে দায়িত্ব পালন করতে আসছেন পাঁচজন বিচারক; আর চট্টগ্রাম থেকে বদলি হয়ে যাচ্ছেন পাঁচজন বিচারক। ২০ আগস্ট ও ১৬ আগস্ট এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বিচারকদের বদলি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করা হয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে যোগ দিচ্ছেন। একইসাথে চট্টগ্রাম আদালতে দায়িত্বরত অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জামিউল হায়দারও বান্দরবান আদালতে যোগ দিচ্ছেন। তিনি বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

আগামী ৩১ আগস্ট বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচারিক কর্মকর্তাগণকে বদলির প্রজ্ঞাপন প্রকাশ করা হয় গত ২০ আগস্ট।

এদিকে চট্টগ্রাম আদালতে জেলা ও মহানগর দায়রা জজশিপে একই প্রজ্ঞাপন অনুযায়ী যোগ দিচ্ছেন তিন বিচারক। একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে। দুইজন যোগ দিচ্ছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে। এ তিন বিচারকের মধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির চট্টগ্রাম আদালতে যোগ দিচ্ছেন একই পদে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, ঢাকা’র উপ–সচিব মোহাম্মদ আল মামুন চট্টগ্রাম আদালতে অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে বদলী হয়ে আসছেন। আর বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ আসছেন চট্টগ্রাম আদালতে অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে।

অন্যদিকে চট্টগ্রাম মহানগর হাকিম, চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী চৌকির সিনিয়র সহকারি জজকে বদলী করা হয়েছে ১৬ আগস্টের আরেকটি প্রজ্ঞাপনে। বাঁশখালী চৌকিতে সিনিয়র সহকারী জজ হিসেবে নিয়োগ দেয়া হযেছে একজনকে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদকে মৌলভীবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফকে নোয়াখালীর জেলা লিগ্যাল এইড অফিসার ও বাঁশখালী চৌকির সিনিয়র সহকারি জজ শফি উদ্দিনকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে। এ তিনজনকেও ৩১ আগস্ট বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। একই আদেশে বাঁশখালী চৌকিতে সিনিয়র সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলাম।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, দুইজন অতিরিক্ত মহানগর দায়রা জজ ও একজন অতিরিক্ত জেলা জজ যোগদানের বিষয়টি আইনজীবী বিচারপ্রার্থী সকলের জন্য স্বস্তির। বিচারক সংকট নিরসন ছাড়া মামলাজট কমানো সম্ভব নয়।