চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার এই অভিযান পরিচালনা করে সদরঘাট থানা পুলিশের একটি দল।
গ্রেফতার মো. জাকির হোসেন (৪৫) কক্সবাজার সদর থানার কলাতলী লাইটহাউজ পাড়া এলাকার মৃত মফজ্জল হোসেনের ছেলে।
সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজাসহ জাকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।’