সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৭ | ৪:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন এম ইউ সোহেল (২৩), আনোয়ারুল আজিম শাহিন (২৪) ও আদনান বাপ্পি। এদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাবেক মেয়রের অনুসারীরা সাংগঠনিক কাজের জন্য কলেজের কমার্স ফ্যাকাল্টিতে যায়। এসময় অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় মেয়রের অনুসারীরা। এতে সাবেক মেয়রের দুই অনুসারী ও বর্তমান মেয়রের এক অনুসারী আহত হয়।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ পালিয়ে যায়। সংঘর্ষে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আহত তিনজনের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে।