চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আবু মোহাম্মদ সাফাত নামে ৮ বছর ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাফাত।
এর আগে গত ৩ আগস্ট চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে আগে থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল সে।
মৃত আবু মোহাম্মদ সাফাত নগরীর দেওয়ানবাজারের আবু মোহাম্মদ রায়হান চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১৬ জন, মারা গেছেন ১ জন। এনিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬ জন। এর মধ্যে শিশু মারা গেছে ২২ জন।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৮২ জন। চলতি বছরের সেপ্টেম্বরের পাঁচদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন।