সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মেয়র নাছিরকে দেখতে গেলেন নৌ-পরিবহন মন্ত্রী

| প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০১৭ | ৭:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: পা পিছলে পড়ে কোমরে আঘাত পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে দেখতে গেলেন নৌ-পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান। শুক্রবার বিকেলে নগরীর আন্দরকিল্লা এলাকায় মেয়রের বাসভবনে যান মন্ত্রী।

গত ১ সেপ্টেম্বর থেকে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। কিছু সময় মেয়রের পাশে অবস্থান করে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে চিকিৎসার খোঁজ খবর নেন মন্ত্রী মো. শাহজাহান খান।

এসময় জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক সফর আলী, ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মো. ইলিয়াছ ও চসিক জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।