মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত অর্ধশত

| প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৩ | ১২:৩৪ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। অবরুদ্ধ অঞ্চলের একজন মেডিকেল কর্মকর্তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিশ্চিত করেছেন যে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

হামলার ঘটনাস্থল থেকে ছবি এবং ভিডিওতে দেখা যায়, বিল্ডিংগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবকরা তাদের খালি হাতে বিপুল পরিমাণ কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

ধ্বংসস্তূপ থেকে মানুষকে উন্মত্তভাবে টেনে তোলার চেষ্টা করতে দেখা যায়।

নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। মৃতদের মধ্যে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব থাকতে পারে বলে আশঙ্কা করে অন্যদের দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়।

এদিকে দক্ষিণ গাজার আল জাজিরা সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসে দুটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় যোগাযোগ লাইন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করেছে।