সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ইংল্যান্ডের দুর্দশা বাড়িয়ে অস্ট্রেলিয়ার জয়

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৩ | ১১:২৭ অপরাহ্ন

খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়াকে তিনশর আগে থামিয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন ইংল্যান্ডের বোলাররা। পরে দাভিদ মালান ও বেন স্টোকসের ব্যাটে জাগল আশা। কিন্তু দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যেতে পারলেন না কেউই। প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পাদের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে ইংলিশদের হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

আহমেদাবাদে শনিবার পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নদের জয় ৩৩ রানে। মার্নাস লাবুশেনের ফিফটিতে অস্ট্রেলিয়া করে ২৮৬ রান। তিন ম্যাচ পর দুইশ পেরিয়ে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৩ রানে।

সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। তাদের সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ভারত ও ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছে আগেই।

৮ পয়েন্ট করে নিয়ে নিউ জিল্যান্ড চারে, পাকিস্তান পাঁচে, আফগানিস্তান ছয়ে আছে। নিউ জিল্যান্ড ও পাকিস্তান একটি করে ম্যাচ বেশি খেলেছে।

ইংল্যান্ডের দুঃস্বপ্নের পথচলা দীর্ঘায়িত হলো আরও। টানা পঞ্চম হারে পয়েন্ট টেবিলে তলানিতেই পড়ে রইল গত আসরের চ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ড থেকে তাদের বিদায়ও নিশ্চিত হয়ে গেল আনুষ্ঠানিকভাবে।