শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চুয়েট একাডেমিক কাউন্সিলের ১০৫ তম সভা অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিলের ১০৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভায় আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসহ একাডেমিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লেভেল-১ ¯œাতক (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।