সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আরও তিন রোহিঙ্গা চমেকে ভর্তি

| প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৫:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমারে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়ে আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- তসলিমা (৩০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (২২) এবং মো. আবুল কাশেম (৮০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে আনা হয়েছে। এদের মধ্যে তসলিমা বাম পা ও বাম হাতে এবং আব্দুল্লাহ বাম পায়ে গুলিবিদ্ধ। কাশেম ছুরিকাহত হয়েছেন।

প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে।

গত ২২ দিনে গুলিবিদ্ধ ও দগ্ধ অবস্থায় মোট ১০৩ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের একজন গত ২৬ অগাস্ট এবং আরেকজন ৩০ অগাস্ট মারা যান। চিকিৎসা শেষে সুস্থ ২৩ জনকে হাসপাতাল থেকে টেকনাফ পাঠানো হয়েছে।