শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ বাংলাদেশের ৬ জন

প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৩ | ২:০০ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমানও রয়েছেন সেই তালিকায়। আইপিএলের আগামী আসরেও সাকিবের ওপর নজর ছিল বাংলাদেশি সমর্থকদের। কিন্তু আসন্ন আসরের ড্রাফটে নাম নেই সাকিবের।

২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৯ তারিখ। এর আগে আজ নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ড্রাফটে নাম রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশির।

মাহমুদউল্লাহ ছাড়া বাকি ক্রিকেটাররা হলেন-হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটার মোস্তাফিজ। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিদের গুনতে হবে কমপক্ষে ২ কোটি টাকা।

আসন্ন নিলামে ভারতসহ সব দেশ মিলিয়ে নাম দিয়েছেন ১১৬৬ জন ক্রিকেটার। সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলা সাকিব ও লিটন দাসকে দেখা যাবে না এবারের ড্রাফটে।